
বিশ্বজুড়েই আমাদের নির্দিষ্ট কিছু প্রতীক এবং সক্ষমতা দিয়ে বিভিন্ন প্রাণীদের প্রকাশ করার প্রবণতা আছে। যেমন, সিংহ হলো শক্তির প্রতীক আবার ঈগল আকাশে উড়ে বলে আমাদের স্বর্গীয় কথা মনে করিয়ে দেয়। প্রাণীদের এই ধরণের বর্ণনা সারা বিশ্বেই প্রচলিত রয়েছে যদিও আমাদের অনেকেই ঐসকল প্রাণীকে বন্য পরিবেশে যেয়ে নিজের চোখে দেখিনি।
আমাদের মধ্যে কেও কেও যেসব বন্য প্রাণী দেখেছে যেমন পেঁচা, সেগুলো সম্পর্কে মানুষের ভাবনা ও অনুভূতি কি এ সম্পর্কে আমাদের কম ধারণা আছে।
এই সার্ভেটির মাধ্যমে আমরা জানতে চাই যে -
প্রাণীদের এই সক্ষমতা ও প্রতীকগুলোর মধ্যে কোন সাধারণ প্রচলিত উপস্থাপনা রয়েছে কিনা? আমরা এই প্রশ্নমালাটি কয়েকটি দেশে পরিচলনা করছি।
পেঁচা নিয়ে বিভিন্ন মানুষের উপস্থাপনাগুলোর মধ্যে ব্যাক্তিগত পার্থক্য রয়েছে কিনা?
নিচের প্রশ্ন গুলোতে, আপনি পেঁচা সম্পর্কে স্বতঃস্ফূর্ত ভাবে কি ভাবেন বা চিন্তা করেন আমরা তা জানাতে চাবো -
পেঁচা সম্পর্কে আমরা কয়েকটি প্রশ্ন করবো, আপনি তাদের সম্পর্কে কি জানেন, তাদের সম্পর্কে কি ভাবেন এবং কি মনে করেন।
এখানে কোন সঠিক বা ভুল উত্তর নেই।
আমরা আপনার সম্পর্কে, আপনার বিশ্বাস গুলো সম্পর্কে এবং আপনি দুনিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি নিয়েও কিছু প্রশ্ন করবো।
অনুগ্রহ করে এই প্রশ্নমালা টি পুরন করার পূর্বে পেঁচা সম্পর্কে কোন জ্ঞানগর্ভ তথ্য সংগ্রহ করবেন না। আমরা আপনার পুস্তকিয় জ্ঞান নয় বরং সংস্কৃতি এবং অঞ্চলভেদে এই পাখিটিকে কিভাবে দেখা হয় মূলত তা জানতে আগ্রহী।
এই সার্ভে টি তে অংশগ্রহণ করার সম্মতি দেওয়ার মাধ্যমে (৫ মিনিটের মত সময় লাগবে), আমাদের গবেষণার কাজে আপনার বেনামী তথ্য ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। ব্যক্তিগত তথ্য অজ্ঞাতনামা রাখা হবে। আমাদের বর্তমান গবেষণার দল এর বাইরে কারো সাথে আপনার তথ্য জানানো হবে না। আমরা শুধু দলীয় উপাত্ত বিশ্লেষণ করবো।
এই সমীক্ষায় 29 টি প্রশ্ন রয়েছে